নুসরাত আর তনুর পর এবার হীরামনি,
আর কত দেখবো তোদের ইজ্জতহানী?
কেউ কলেজে, কেউ ঘরেতে কেউবা রাস্তা-ঘাটে।
কুকুরেরা তো পার পেয়ে হাঁটছে মাঠে-ঘাটে।
দর্শকদের দেশ তো মোদের
তাইতো এমন দশা!
বিচারকরা করবে বানচাল,
এটাই তো ওদের পেশা।
সোনার দেশের এটাই রীতি,
হবেনা তোদের বিচার!
আমরাও আজ প্রতিবন্ধীরুপি,
দিতে আর পারিনা হুংকার।
মুহাম্মাদ আব্দুল কাদির, প্রতিবাদী কবিতা লেখার চেষ্টায়।
ফেইসবুকঃ H Abdul Kadir Kadir