কবি

তনুশ্রী গাইন প্রিয়াংকা


কবিরা আজ ক্লান্ত, আজ মৃত!
ভিতরে ভিতরে ক্ষত- বিক্ষত
কবিরা আজ তৃষ্ণার্ত ক্ষুধার্ত
প্রেমিকের ভালোবাসার অভাবে।

কবিরা আজ ঘুমন্ত,আজ অন্ধ
তবুও রুমে লাইট জ্বলে
হ্যাঁ, প্রেমিকের অপেক্ষায়।


কবি তনুশ্রী গাইন প্রিয়াংকার জন্ম 1999 সালের 9 সেপ্টেম্বর।বরগুনা জেলার, রামনা গ্রামে।বাবা মহাদেব চন্দ্র শীল,মা রেভা রানী।বাবা ঔষধ ব্যবসায়ী। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। বর্তমানে তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

মতামত দিনঃ