Category: সাহিত্য

শেষ চিরকুট

বিদিশিনি,
ও প্রান্তে বাতাসে গন্ধ পাওয়া যায়?
এ প্রান্তে অন্তর দুটি এক হয়ে যে সুমিষ্ঠ সুভাস ছড়াচ্ছে তার?
সখার অপেক্ষার গন্ধ?
মিঠা গন্ধ?
না কি মাঝেসাঝেই মনে হয় মানুষ হারিয়ে যায়!

Read More

আরও অপেক্ষা

বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

Read More

অবুঝ এই আমি

আমায় কেউ ভালোবাসেনি কোনদিন
ভালোবেসেছে আমার বুদ্ধিদীপ্ত ক্ষমতাকে।

তারা আমায় কাচের মত
টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে,
মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে,
ছাইয়ের মত উড়িয়ে দিতে চেয়েছে।

Read More

হাতের রেখায় আপনি নেই

ভৌমিক দা
আমার এ ধূলোজমা জীবনে
যে কটা রত্ন জমা আছে
তার মাঝে সবচেয়ে মূল্যবান
রত্নটি হলেন আপনি!

জীবনে অনেক কিছুই
না চাইতেও পেয়েছি আমি,
আবার হেলায় হারিয়েছিও অনেক!
আপনাকে হারাবার দায়
আমার একার!
আমি জানি।

Read More

অভিমান

আমি হাসি!
কি অদ্ভুত না? বলো!
জবাব দিতেই চাইনি,
অথচ আমি আজন্ম অপেক্ষাতেই ছিলেম
তোমার একটি প্রশ্নের!

ভালো থেকো প্রিয়তম,
এই ব্যস্ততাই তোমার নিয়তি,
আর অপেক্ষাটুকু আমার!

Read More

আগন্তুক

তোমাকে বলা হয়নি,
আমার মস্তিষ্কের শতকোটি নিউরন থেকে
তুমি বরাদ্দ পেয়েছো বেশ খানিকটা,
হয়তো সে কারণেই
তোমায় মুখাবয়ব সারাক্ষণ ভাসে
আমার চোখের তারায়!

Read More

জলরঙা

উঠোনগুলো সংকীর্ণ হতে হতে এখন উঠেই গেছে। এখন আর কলতলা নেই উঠোনের এক কোণে। নেই কলের শব্দ আর জলের গান। নেই কলতলার পাশে শান বাঁধানো আম গাছ।

Read More

সময় এসেছে

তৃতীয় বিশ্বের মানুষ ডুবে থাকে দিবস নিয়েভুলিয়ে দিয়েছে মোড়লেরা কথার ফুলঝুরি দিয়ে।ক্ষুধা আর দুরাশা...

Read More

স্বপ্ন

একদিন আমাদের আবার দেখা হবে দেখো
নদীপাড়ে, খেয়াঘাটে বা জলকেলির বাটে
অচেনা মানুষের ভীড়ে হঠাৎ এ চক্ষুযুগল
আটকে যাবে তোমার চেনা মুখে চেয়ে।

Read More
Loading