কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়
জন্ম আমার কালো সূর্যের কালো জ্যোৎস্নার কালো বন্যায়ভেসে এসেছি তোমাদের এই তিলোত্তমা শহরেকল্পিত ঈশ্বর...
Read Moreআমায় কেউ ভালোবাসেনি কোনদিন
ভালোবেসেছে আমার বুদ্ধিদীপ্ত ক্ষমতাকে।
তারা আমায় কাচের মত
টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে,
মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে,
ছাইয়ের মত উড়িয়ে দিতে চেয়েছে।
ভৌমিক দা
আমার এ ধূলোজমা জীবনে
যে কটা রত্ন জমা আছে
তার মাঝে সবচেয়ে মূল্যবান
রত্নটি হলেন আপনি!
জীবনে অনেক কিছুই
না চাইতেও পেয়েছি আমি,
আবার হেলায় হারিয়েছিও অনেক!
আপনাকে হারাবার দায়
আমার একার!
আমি জানি।