অবুঝ এই আমি

মোস্তফা কামাল


আমায় কেউ ভালোবাসেনি কোনদিন
ভালোবেসেছে আমার বুদ্ধিদীপ্ত ক্ষমতাকে।

তারা আমায় কাচের মত
টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে,
মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে,
ছাইয়ের মত উড়িয়ে দিতে চেয়েছে।

অথচ কেউ কোনদিন জানতেও চায়নি
প্রতিটি আঘাতে কতটা রক্তাক্ত হয়েছে
আমার অস্তিত্ব আমার হৃদয়।

তারপরও উদ্ভ্রান্তের মত আমি
ক্ষতবিক্ষত রক্তে রঞ্জিত হৃদয় নিয়ে
ছুটে বেড়িয়েছি উঠে দাঁড়িয়েছি বার বার।

তারপরও আমি বাঁচতে চেয়েছি
আমি বাঁচতে চেয়েছি মাটি হয়ে
আমি বাঁচতে চেয়েছি জল হয়
নিজেকে ভাসিয়ে দিতে চেয়েছি
উত্তাল ঢেউয়ের মত।
যত ক্ষত বুকে নিয়ে
নিজেকে উড়িয়ে দিয়েছি মেঘের মত।

কখনো সাদা কখনো ধূসর কখনো কালো
রূপ ধারণ করে গর্জন করেছি,
তারা ভালোবাসেনি বলে ভাসিনি চোখের জলে।
নিজেকে পাথর রূপে সপে দিয়েছি
এই জলন্ত পৃথিবীর মাঝে।

সকাল সাঁঝে দহন জ্বালায় জ্বলতে জ্বলতে
আজ আমার প্রতিটি শব্দে উত্তাপ।

সে উত্তাপে কেউ উষ্ণতা নিয়েছে
কেউ ব্যবহার করেছে স্বার্থপরের মত,
কেউ ধ্বংসের অপবাদ দিয়েছে, আবার
কেউ স্বেচ্ছায় আমাতে সপে দিয়েছে প্রাণ।

অথচ অবুঝ এই আমি সারাজীবন
সামান্য আস্থা আর ভালোবাসা খুঁজেছি।
অতৃপ্ত কাঙাল হয়ে খুঁজতে খুঁজতে বুঝেছি
আমায় কেউ ভালোবাসেনি কোনদিন।

মতামত দিনঃ