দৃষ্টি বিনিময়ের শেষ অধ্যায়

ইয়াছিন সরকার


ভাবিনি,
একটিবারের জন্য ক্ষুণাক্ষরেও মনে হয়নি-
ওটাই শেষ দেখা!
ওটাই শেষ দৃষ্টিবিনিময়!

তোমার চোখে চোখ রাখার মতো দুঃসাহস আমার কখনোই হয়নি প্রিয়ন্তী!
হ্যা, এটাকে আমি দুঃসাহস’ই বলবো।
কারনটা তোমার অজানা নয়। কারন তোমায় বড্ড ভালোবাসি যে!
কেনো জানি আমার মনে হতো-
তোমার চোখে তাকালে আমি স্থির থাকতে পারবো না,
হৃদপিণ্ডের কম্পন বেড়ে যাবে কয়েকগুণ।
অথবা, তোমার চোখে চোখ রাখার অপরাধে-
প্রশ্নবিদ্ধ হবে আমাদের অপ্রকাশিত নিষ্কলুষ প্রণয়।
মনে হতো, এই বুঝি তুমি ভুল বুঝে ফেলো আমায়!
আবার এ ও মনে হতো,
আমার সকল ভাবনা- তোমার মনের ভাবনারই প্রতিচ্ছবি।

কিন্তু সেদিন…!
সেদিন সকল জড়তাকে উপেক্ষা করে –
কি গভীর দৃষ্টিসমেত অশ্রুধারা বিসর্জনে তুমি বললে –
“এটাই হয়তো আপনার সাথে আমার শেষ দেখা”!
বললে, “আপনাকে কখনো ভুলবার নয়, আপনিই আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি মন থেকে ভালোবাসি”।

আমার চোখে তোমার চোখ, আর তোমার চোখে আমার।
এ যেনো অনাদিকালের হৃদয় নিংড়ানো দৃষ্টি!
যে দৃষ্টিতে সৃষ্টি হতে পারে অজস্র কাব্য, অজস্র স্মৃতিবিজড়িত কথামালা!

সেদিনের সেই দৃষ্টিই-
আমার মনে অনন্তকাল ধরে জিইয়ে রাখবো অশ্রুজলে।
জিইয়ে রাখবো ব্যাথাতুর চিত্তে নিকোটিনের প্রলেপে।

প্রিয়ন্তী আমার,
ভাবিনি- ভুল করেও একটিবারের জন্যও মনে হয়নি-
ওটাই শেষ দেখা,
ওটাই-
দৃষ্টি বিনিময়ের শেষ অধ্যায় ।

মতামত দিনঃ