দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রহস্যময় ঘটনাগুলোর কথা ছড়িয়েছিল তার একটি হচ্ছে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট।
বলা হয়ে থাকে ১৯৪৩ এর ২৮ অক্টোবর, আমেরিকার ফিলাডেলফিয়া ন্যাভাল শিপইয়ার্ডে তারা একটা গোপন পরীক্ষা চালাচ্ছিল। এই পরীক্ষায় ইউএসএস এলড্রিজ (USS Eldridge) নামক একটি ক্যানন ক্লাস ডেস্ট্রয়ার এসকর্ট জাহাজকে অদৃশ্য করার চেষ্টা চালানো হয়েছিল।
মূল লক্ষ্য ছিল জার্মান ইউ বোটের বিরুদ্ধে যুদ্ধে মহাসাগরের দখল নেয়া। কিন্তু বিধি বাম, জাহাজ অদৃশ্য করতে গিয়ে অন্যরকম এক ঘটনা ঘটিয়ে ফেলল সেখানকার বিজ্ঞানীরা। কিন্তু ঠিক কি ঘটেছিল তা সঠিক জানা যায়নি।
ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের ঘটনাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫৫ সালে, যখন কার্ল এম এলান নামে একজন প্রাক্তন নাবিক একটি বই লিখেছিলেন যার নাম ছিল “দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট”। এলান দাবি করেছিলেন যে তিনি এই ঘটনাটি নিজেই দেখেছিলেন, এবং তিনি এটিকে “বড় রহস্য” বলে অভিহিত করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে একটা নীল সবুজাভ আভায় জাহাজটি ঢেকে যায় আর এরপর সেটা অদৃশ্য হয়ে যায় এবং ২৭০ মাইল দূরের নরফোক নেভি শিপইয়ার্ডে (Norfolk Naval Shipyard in Virginia) গিয়ে উদয় হয়। সেখান থেকে আবার সেটা অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে ফেরত আসে জাহাজটি।
এলানের বই প্রকাশের পর থেকে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের ঘটনাটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করে যে এই ঘটনাটি সত্যিই ঘটেছিল, কিন্তু অন্যরা বিশ্বাস করে যে এটি একটি পুরোপুরি মিথ।
প্রচলিত আছে, জাহাজের নাবিকেরা অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কেউ কেউ দীর্ঘমেয়াদে অসুখে ভূগেও মারা যায়। অনেকে যার বেঁচে ছিল তাদের শরীর জাহাজের সাথে নাকি এক হয়ে গিয়েছিল।
এই গুজব আরো উসকে দেয় যখন ১৯৮৪ তে হলিউডে “The Philadelphia Experiment” নামে একটা মুভি রিলিজ হয়। এই মুভিতে দেখানো হয় দুজন নাবিক এই এক্সপেরিমেন্টের ফলে ৪০ বছর ভবিষ্যতে চলে যায়।
ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট এর সত্যতা নিয়ে কোনও সরকারী স্বীকারোক্তি বা প্রমাণ নেই। এটাও কন্সপাইরেসি থিওরিতে বিশ্বাস করা লোকদের আলোচনা উসকে দেবার একটা কারন। এই ঘটনা নিয়ে তাই জল ঘোলা হবেই। কারন আমরা বিশ্বাস করতে পছন্দ করি রহস্যময় ঘটনা হরহামেশাই ঘটে কিন্তু সরকার সেটা সবাইকে জানতে দেয় না।
কি হয়েছিল সেখানে? আসলেই কি জাহাজটি অদৃশ্য হয়ে গিয়েছিল? নাকি টাইম ট্রাভেল করে ফেরত এসেছিল নিজের জায়গায়! এর নাবিকেরাই বা কেন পরে মুখ খুলতে চায়নি?
ইউএসএস এলড্রিজকে ১৯৫১ সালে গ্রীসে স্থানান্তরিত করা হয় এবং ১৯৯০ এর দশকে স্ক্র্যাপের জন্য বিক্রি করা হয়েছিল।
যত যাই হোক, এই গুজব আরো বছরের পর বছর টিকে থাকবে, কারন মানুষ স্বভাবগত ভাবেই রহস্য পছন্দ করে।