Haami (2018) মুভি রিভিউ


যে ছবি আমাদের মনের কথা বলে সেরকম মুভি আমরা নিজেরাই প্রচার করি পরিচিতজনের কাছে। Haami (2018)  সেরকম একটা মুভি। ছবির প্রতিটি চরিত্র, কাহিনী বিন্যাস আর অসাধারন সব গান মুহূর্তেই নিয়ে যাবে আপনার শৈশবে।

এই ছবির খুব বেশি প্রচার হবে না কারন এখানে কোন নামী-দামী তারকা নেই। নেই ধুম-ধাড়াক্কা গান আর নায়িকার শরীর প্রদর্শন, আরো দেখতে পাবেন না নায়কের বুকের লোমশ ত্বক আর পেশী শক্তির প্রদর্শন।

তাহলে কি আছে Haami (2018) তে?

একটু অন্যরকম মুভি। বাচ্চাদের কেন্দ্র করে বড়রা কি কি ভুল করে এবং আমাদের মনের গভীরে সন্তানদের জন্য যে সকল প্রশ্ন জাগে তার অনেক কিছুই দেখতে পাবেন এই ছবিতে।

ছবির মূল কাহিনী আবর্তিত হয়েছে দুটো বাচ্চা, তাদের স্কুল এবং কার্যকলাপ নিয়ে। অভিভাবকেরা যেখানে অতিরিক্ত আবেগপ্রবন এবং সন্দেহমূলক। আমাদের পঁচে যাওয়া সমাজেরই প্রতিফলন।

আমরা আইন করে সিসি ক্যামেরা লাগিয়ে অপরাধ দমন করতে চাই, কিন্তু একজন ভালো মানূষ, সু-নাগরিক গড়ে তুলতে কোন চেষ্টা করি না।

বেশ ভালো ভালো কিছু গান আছে ছবিটাতে। লোকেশন এর স্কুলটা যথেষ্ট ভালো মানের কাজেই মুভির চিত্রায়ন বেশ সুন্দর হয়েছে। কিছু সস্তা ভাড়ামি আছে মনোরঞ্জনের জন্য, কিন্তু আপনার খারাপ লাগবে না।

বলা যায় সব কিছুতেই একটা পরিমিত বোধ এবং সুক্ষ চিন্তার পরিচয় পাওয়া যাবে এই ছবিতে।

অনেকদিন মনে রাখার মত একটা মুভি Haami (2018)।

Haami (2018) - যে ছবি আপনার দেখা উচিত
  • সিনেমেটোগ্রাফী
  • অভিনয়
  • কাহিনী
  • গান
4.6

Haami (2018) মুভি রিভিউ

Haami (2018) আপনার ভালো লাগতে বাধ্য। তথাকথিত ধুম-ধাড়াক্কা গান নেই, নায়িকার কোমর দোলানো নেই, গ্লামার নেই। নিছক কিছু বাচ্চা-কাচ্চা আর তাদের ঘিরে বড়দের কাহিনী নিয়ে করা একটা ছবি। কিন্তু, বলতে বাধ্য হচ্ছি, এটা আমদের সমাজেরই দর্পন। ছবি বলে ভাববেন না এরকম ঘটনা আর আচরন আপনি দেখেননি। বরঞ্ছ Haami আমাদের মনের ভেতরের কথা বলে। এই চরিত্রগুলো আমরা হরহামেশাই আমাদের আশে পাশে দেখতে পাই। এই কারনেই Haami (2018) মুভি উতরে যাবে সব খানে। আমাদের নিজেদের মনের গভীরের প্রশ্ন আর চিরচেনা চরিত্রগুলোকে নিয়া করা একটা অসাধারন ছবি Haami (2018) ।  

“Haami” releases on 11th May 2018.

Cast: Shiboprosad Mukherjee, Gargi Roychowdhury, Sujan Mukherjee, Churni Ganguly, Kharaj Mukherjee, Koninica Banerjee, Tanusree Shankar, Devlina Kumar, Aparajita Adhya & Masood Akhtar

Directed By: Nandita Roy & Shiboprosad Mukherjee

Produced By: Windows

Music Director & Lyricist: Anindya Chatterjee

Guest Composer: Arindom Chatterjee

মতামত দিনঃ