আমি তোর


আমি বলতে চাই
একটা কথা হোক তোমার
আরেকটা আমার ।

আমি দেখতে চাই
একটি স্বপ্ন দেখ তুমি
আরেকটি স্বপ্নে তোমায় দেখি আমি।

আমি শোনাতে চাই –
একটা গান তোমায়
গানটা ভালোবাসার আমার ।

আমি থাকতে চাই
তোমার স্বপ্নে বিভোর,
খোলা চোখে রাতভর ।


কবিতাঃ আমি তোর
কবিঃ মোহাম্মাদ রাকিবুল

7 Comments

  1. আইজুদ্দিন ডিসেম্বর 1, 2019
  2. পাঠক ডিসেম্বর 1, 2019
  3. তুই ধ্বংস হবি ডিসেম্বর 1, 2019
    • দেলোয়ার জাহান ডিসেম্বর 2, 2019
  4. masud rahman ডিসেম্বর 1, 2019

মতামত দিনঃ