বাংলাদেশের ৫০ বছর


স্বাধীনতার ঠিক কত বছর গেল বাংলাদেশের? ৫০ বছর… জাতিগতভাবে অনেক লম্বা সময় না হলেও একজন মানুষের জীবনের জন্য দীর্ঘ সময়। স্বাধীনতার ঠিক পরপর বা সেই সময় যাদের জন্ম তারাই ভালো বলতে পারবে সেই সময় আর বর্তমানের পার্থক্য, আর দেশ হিসেবে কতটা উত্থান হয়েছে বাংলাদেশের!

বাদবাকি আমরা শুধু অংকের হিসেবে আর রিজার্ভের নাম্বারে দেশকে গুনে যাবো। আমার কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে – একটা স্বাধীন ভূ-খন্ড যাকে আপন বলে ভাবা যায় এবং বাইরের কেউ এর উপর খবরদারি করতে পারে না। একটা লাল সবুজের পতাকা যেটা পৃথিবীর যেখানেই উড়ুক না কেন, এদেশের প্রতিনিধিত্ব করে। কেউ আর তাচ্ছিল্য করে আমাদের ভেতো বাঙ্গাল বলে না।

নিজের একটা পরিচয় কার না ভালো লাগে, একদম নিজের করে মা-মাটি বলার মত একটা ভূখন্ড। ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে উঠে জাতিগত যে স্বত্বার উন্মেষ ৭১ এ ঘটেছিল তার বীজ কিন্তু বোনা হয়েছিল আরো অনেক আগে। সময় শুধু তার পর্দা সরিয়েছে একাত্তরে।

আজ পঞ্চাশ বছর পেরিয়ে আমরা নিজের পায়ে অনেকটাই দাঁড়িয়ে গেছি। যদিও যাবার কথা ছিল আরো অনেকদূর, কিন্তু আমাদের বিশৃঙ্খলা আমাদের পেরুতে দেয়নি সেই সিড়িগুলো।

আর প্রজন্ম? কেমন আছে এই স্বাধীন বাংলাদেশের নতুন প্রজন্মেরা?

এরা দ্বিধাবিভক্ত, মূল কারন বোধহয় আমাদের নোংরা ঘরোয়া রাজনীতি। দেশপ্রেম নিয়েও এরা সন্দিহান। এদেশে এখনও পাকিস্তান বুকে লালন করে চলা প্রজন্ম যদি থাকে তবে তার দ্বায়ভার নেবার সময় এসেছে। যে দেশের আলো বাতাসে একটা শিশু বড় হয়, সে তাকে ভালো না বেসে ধর্মের দোহাই দিয়ে যখন নানাভাবে ইনিয়ে বিনিয়ে বলে পাকিস্তানের সাথে থাকলে ভালো হোত তখন এর কারন খুঁজে দেখার সময় হয়েছে।

এদের দেখলেই চিনতে পারবেন, তেলতেলে চেহারা আর মন এদের। অনলাইনে বা অফলাইনে এদের কথাবার্তা দু-লাইন শুনলেই চিনে যাবেন এরা বাংলাদেশে থেকেও আত্মা পড়ে আছে পাকিস্তানে।

বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু… অথচ… পাকিস্তানের সাথে থাকলে ভালো হত, ওরাও আমাদের ভাই… ইত্যকার নানা ধানাই-পানাই আছেই। পাকিস্তান আর্মি তাদের দৃষ্টিতে সেরা, যে কোন সময় ইন্ডিয়া দখল করে ফেলবে… ইত্যাদি ইত্যাদি।

বাছারা একবারও কি ভেবে দেখেছ, পাকিস্তানের সাথে থাকলে আমাদের কি অবস্থা হোত এখন। যে দেশে ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়, যেখানে টুরিজ্যম বলে কিছু নাই, যারা নিজেরা নিজেরা অনবরত বোমা বাজিতে ব্যাস্ত – তাদের কাছ থেকে তুমি কি আশা করতে পারো?

আমরা সেরা নই পৃথিবীর বুকে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি অনেকের থেকে ভালো আছি। চেষ্টা চলছে আরো ভালো করার, এখনই ধৈর্য হারিয়ে ফেলার সময় হয়নি।

আমাদের অভাব আছে, রাজনীতির মারপ্যাচ আছে, সীমাহীন দূর্নীতি আছে, ক্ষমতসীনের পা-চাটা গোলামী আছে, তারপরেও হিসেব করে দেখো – প্রতিটি দেশপ্রেমিক মানুষ বুকের ভেতর একটুকরো বাংলাদেশ লালন করে চলে। এরা যেখানেই বাংলাদেশ নামের শব্দটা দেখে সেখানেই থমকে দাঁড়িয়ে যায় হাসি মুখে।

তোমরা যারা এখনো স্বপ্ন দেখে যাও একদিন যুদ্ধাপরাধী পাকিস্তানের সাথে আমরা মিলে যাব, সেটা ভুলে যেতে পারো। এটা অলীক কল্পনা। তোমরা খেলার সাথে, ধর্মের সাথে রাজনীতি মেশাও আর না মেশাও, আমরা পাকিস্তান কে আজীবন ঘৃনা করেই যাবো।

আজকের পাকিস্তান দেখে তোমাদের শিক্ষা হওয়া উচিত।

দেশে নানা সমস্যা আছে, রাজনৈতিক স্থিতিশীলতা তার মধ্যে ভয়াবহ রকমের। আমাদের রাজনৈতিক নেতারা কুশিক্ষায় আচ্ছন্ন। ভালো হোক বা খারাপ হোক, বিরুদ্ধে থাকলেই বদনাম করতে হবে, মিথ্যাচার করা, এবং বিষোদগার করা যায়েজ।

মধ্যাম আয়ের দেশ হলেও এখনো আমাদের জনগনকে লাইন ধরে খাবারের লাইনে দাঁড়াতে হয় স্বল্পমূল্যে বাজার করার জন্য, আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, উন্নয়নের নামে একদল অনবরত নিজেদের পকেট ভারি করছে, আমাদের শিক্ষাব্যবস্থা চরমভাবে বাস্তবতা বিবর্জিত, দূর্নীতি রক্তে মিশে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা রুগ্ন, চিকিৎসার জন্য যেতে হয় দেশের বাইরে – এত কিছুর পরেও আমরা বাংলাদেশ।

এদেশটা নিয়ে স্বপ্ন দেখতে হবে, যারাই হতাশ হয়ে যাচ্ছে তারা আসলে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসা সৈনিকের মত।

জাতি হিসেবে আমরা সভ্য হতে পারিনি এখনও – পঞ্চাশ বছর পরেও এটা আমাদের ব্যার্থতা। রিকশওয়ালা থেকে শুরু করে সমাজের সবথেকে উঁচু শ্রেনীর লোকেরাও সুযোগ পেলেই অন্যের বিপদ কাজে লাগিয়ে টাকা উপার্জনের ধান্ধা করে। এসবের মূলে আমাদের নৈতিক শিক্ষার প্রচন্ড রকমের অভাব রয়েছে।

একটা পরিবার, সমাজ, একটা দেশ তখনই ভালো থাকবে যখন এর জনগন ভালো থাকবে – দেশ আরও পঞ্চাশ বছর পেরিয়েও ভালো হবে না যদিনা আমরা নিজেরা ভালো হই, আমাদের মানসিকতার পরিবর্তন করি।

সমাজ বদলে দিতে হবে না আপনাকে – আপনি শুধু নিজেকে বদলান। একটা কাজই করুন না শুধু – যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। পথচলতি কাউকে দেখলে তাকেও নিষেধ করুন এই কাজে। দেখুন না… একবছরের মধ্যে আপনার পরিবেশ কতটা সুন্দর হয়ে যায়! একটা ভালো কাজ আরো ভালো কাজে উৎসাহ দেবে।

মতামত দিনঃ