গোর


অযত্নে ফোটে ভাঁটফুল, চেনা গোরস্তানে
কত আদম সন্তান, ঘুমায় হরদম
যশ খ্যাতি লয়ে গোরে, গোর নাহি জানে!
রিযিক হায়াত শেষে, ফু-রো-লেই দম!
কত আর খাও রোজ, ভাব আনো প্রাণে
কতকের ভূরিভোজ, নিত্য হয় কম
নীচ আদমের দল! কিঞ্চিৎ তা-মানে
মিথ্যা জীবন সায়াহ্নে, যবে টানে যম!

মাটির শরীর গোরে মিশে হবে সারা
গোছাও আখের ঐ ফুরোই সময়,
তোমার নামায আছে? নামায এনেছো?
ভাবো সে প্রশ্ন-উত্তর, ও হে সর্বহারা
সৌন্দর্য, ক্ষমতাহীন; সত্য দুঃসময়
হাশর, মীযান হবে, তা কি জেনেছো?

মতামত দিনঃ