অফেরা নীড়

নিপা খান


বিষন্ন নীলা আকাশে-
শেষ বিকেলের পড়ন্ত রোদে
শ্রান্ত একটা গাংচিল
খুঁজে ফেরে তার শেষ ঠিকানা
তবু তার হয় না ফেরা
অগত্যা প্রসারিত আঁধারের
নিশাচরী ঐক্যতানে ঘুরে ঘুরে
ঘূর্ণিপাক সময়ে বিকেন্দ্রীভূত হয়ে
আঁছড়ে পড়া নিঃশ্বাসে ঝরে যায়
তার শেষ ডানা ঝাপটানো।

মতামত দিনঃ