উস্কানিমূলক গল্প – বই রিভিউ


উস্কানিমূলক গল্প - আখতারুজ্জামান আজাদ
উস্কানিমূলক গল্প - বই রিভিউ 1

Book Title: উস্কানিমূলক গল্প

Book Description: মোট ৯ টি গল্প আছে বইটিতে। সমসাময়িক ঘটনাকে খুব স্থুলভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ঘটনার আড়ালের ঘটা না ঘটা অনেক মনস্তত্ত্বের হিসেব।আলাদাভাবে কোন গল্পকেই আপনি সেরা বলতে পারবেন না। তবে প্রথমদিকে চটুলভাবে শুরু হলেও প্রতি গল্পের শেষে আপনি এক মিনিট নিরবতা পালন করে ভাববেন কি হলো এটা!

Book Author: আখতারুজ্জামান আজাদ

Book Edition: প্রথম

Book Format: Hardcover

Publisher Logo:

Date published: February 10, 2018

  • প্রচ্ছদ
  • মূদ্রন
  • মূল্য
  • গল্প
3.6

আমাদের শহরে ঘটে যাওয়া যত দুর্ঘটনা, আমরা যা দেখেও না দেখার ভান করি

আমরা আমাদের আশেপাশের অনেক ঘটনা দেখেও না দেখার ভান করি। অনেকটা ফুটপাতে পড়ে থাকা কারো সাহায্যে এগিয়ে যাবার মত। সবাই ভাবে আমি না, পরের জন ঠিকই সাহায্য করবে। আখতারুজ্জামান আজাদের উস্কানিমূলক গল্পের বইয়ে এরকমই এড়িয়ে যাওয়া কিছু গল্প আছে। আমরা ভূলে যাই বা নিছক বিনোদনে মশগুল হই, আর আজাদের মত চিন্তাশীল কিছু মানুষ সেগুলো নিয়ে ব্যথিত হয়, রাগান্বিত হয়, চরমভাবে হতাশ হয়। রাষ্ট্র আর তার পঁচে যাওয়া নাগরিকের মানসিকতা থেকে বের হয়ে আখতারুজ্জামান আজাদ আপনাদের বিনোদনের খোরাকের মাঝে এই এড়িয়ে যাওয়া বিষয় তুলে ধরেছেন। আমরা কি করতে পারি আর পারি না, তার হিসেব কষার আগে আমাদের প্রতিবাদ করা দরকার এটা জানা দরকার। সেই বিবেকটাই মরে গেছে আমাদের। সেখানে পানি ঢালার একটা চেষ্টা করেছেন তার এই নয়টি গল্পে। এই বইয়ের ঘটনাবলীর সাথে আপনি খুব পরিচিত, কিন্তু পাছে লোকে কিছু বলে, তাই কল্লা ধড়ে থাকতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবো কেন, এই মানসিকতার কারনে আমরা চুপ থাকি। আজাদকে যদি আমি সময়ের কন্ঠস্বর বলি তবে কি ভুল হবে খুব? আপনি আমি যা বলতে গিয়েও বলতে পারছি না, তা তিনি তুলে নিয়ে এসেছেন গল্পের ছলে আর কবিতার ছন্দে।  

উস্কানিমূলক গল্প - বই রিভিউ 2

খুব সাদামাটা প্রচ্ছদে ভেতরটা নাড়িয়ে দিয়ে যায় এই বইয়ের গল্পগুলো।

ফেইসবুক থেকে আমার প্রাপ্তি খুব বেশি কিছু নেই। কিন্তু যে ক’জন ভালো লেখকের লেখার সাথে পরিচিত হয়েছি এই ডিজিটাল মাধ্যমে আখতারুজ্জামান আজাদ তার মধ্যে অন্যতম।

ফেইসবুকে তার লেখা রাজনৈতিক বিশ্লেষণ পড়ে আমি চমকৃত হই। লেখা শেষে তার সম্মানী চাওয়ার পদ্ধতিকেও আমি শ্রদ্ধা করি। এদেশের অনেক প্রথাগত কুসংস্কার ভেঙ্গে নতুন চিন্তা চেতনার জন্ম দিতে আজাদের মত লেখকদের আমাদের অনেক বেশি করে দরকার।

যে কোন লেখকের সাথে অন্য আরেকজন লেখকের তুলনা করাটা একটা বিশেষ ধরনের মানসিক দূর্বলতা। এ কাজ আমি করিও না। তবে আজাদ আমার পছন্দের লেখকদের একজন, একথা দৃঢ় গলায় স্বীকার করতে কোন আপত্তি নেই।

আজাদের লেখার নিজস্ব ভঙ্গী আছে। তার লেখায় জড়তা নেই। কবিতা কি গল্পে সবজায়গাতেই তিনি পারঙ্গম। সবথেকে বড় ব্যপার হল তিনি তার লেখার প্রতি সততা দেখান।

তার প্রবন্ধ লেখা যেহেতু সমসাময়িক ঘটনা নিয়ে, তাই কালের বিচারে সেগুলো হারিয়ে যেতেও পারে। কিন্তু তার গল্প আর কবিতা এরা টিকে থাকবে বলেই আমার বিশ্বাস।

আজাদ এখনও বয়সে তরুন, বাংলা সাহিত্যকে দেবার মত অনেক কিছুই তার আছে। তিনি কালজয়ী কোন উপন্যাস বা কবিতা লিখে যেতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে। তবু আখতারুজ্জামান আজাদ এ সময়ের একটা দৃপ্ত পায়ের শব্দ নিয়ে চলছে।

মতামত দিনঃ