অন্তরে তুষারপাত


খাল কাইটা কুমির আনি,
মশা মাইরা হাত গন্ধ করি।
ছ্যাপ মারি আকাশে,
সেইডা আবার মুখে আইসা পড়ে।

বারবার বিচ্ছিরি এক বাতাস আসে,
গা মেইলা দি সেই বাতাসে,
শরীল পুইড়া যায়,
ভিজ্জা যায়,
বরফ হয়,
জইমা যায়।

হাইসা কাইন্দা গড়াগড়ি,
মন ধইরা রাস্তা চলি,
রাস্তায় হঠাৎ বাতাস বহে!
গা মেইলা দি সে বাতাসে।

শরীল পুইড়া যায়,
ভিজ্জা যায়, পানি চুয়ায়।
বরফ হইয়া জইমা যায়।


অন্তরে তুষারপাত 1

জাহিদ হাসান, স্নাতক (ইংরেজি) করেছেন একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে। কবিতা লেখাটা আপাতত শখের পর্যায়েই আছে।

মতামত দিনঃ