ফিরবো বলে


এই হাত একদিন ছুঁয়েছিল তোমায়!
ফিকে রঙের বিকেল সেদিন
হয়েছিল রঙিন!
এক জীবনে তোমার কাছেই
জিততে গিয়ে হারতে শিখেছি;
এক জীবনে তোমার কাছেই
গোলাপ বিহীন ভালোবাসার স্বাদ পেয়েছি!

এক বসন্তে তোমার চোখেই
বেঁচে থাকার অর্থ খুঁজেছি;
চাওয়া- পাওয়ার অমিল পেয়েও
পরাজয়ে হাল ছাড়িনি!

এক শীতে ওই নোঙর ফেলা ছোট্ট নৌকোয়
তুমি-আমি পাশাপাশি
খোলা গলায় জোছনা রাতে গান ধরেছি;
এক নিমিষেই বুকের ভেতর
জমানো সব গল্পকথা
তোমার পানেই ঢিল ছুড়েছি!

এক শরতের স্নিগ্ধতায়
তোমার বুকে মাথা রেখে
খুব ঘুমিয়েছি!
ওই কুয়াশা, স্বপ্ন ডিঙি, মেঘের পাহাড়
সব মাড়িয়ে
তোমার কাছেই ফিরবো বলে
পথ ধরেছি…….!


কবিঃ তুহিন আফরোজ লাকী, জন্ম বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও শহরে। ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ করেছেন। লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। ইতোমধ্যে অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সমধারা ম্যাগাজিনে নিয়মিত লেখেন। “পদাবলীর যাত্রা” নামে তার একটী যৌথ কাব্যগ্রন্থ ২০২০ এ প্রকাশিত হয়েছে।

মতামত দিনঃ