আগাছা – অযত্নে অবহেলায় বেড়ে ওঠা যত সবুজ। আমাদের এই ম্যাগাজিনটাও তাই। আগাছা যতই উপড়ে ফেলে দেয়া হোক না কেন, তা ফিরে আসে বারবার… অবিরাম।

আমাদের মনের কিছু চিন্তা ভাবনাও সেরকমই। যতই ভুলে থাকার চেষ্টা করবেন, ছুঁড়ে ফেলে দেবেন আস্তাকুঁড়ে… ফের ফিরে আসবে… আগাছার মত।

আমরা আপনার সেই গল্প গুলোই শুনতে চাই। জানতে চাই আপনার অভিজ্ঞতার কথা। আমাদের ঠিকানায় ইমেইল করে দিন। আমরা যত্ন করে সাজিয়ে নেব আমাদের অনলাইন আর্কাইভে।

বাধাহীন হোক জ্ঞান আর রম্যের চর্চা। আগাছা আছে সবখানেই।