ফেরারি বিহঙ্গ


নেই শরতের শিশির ভেজা সকাল
নেই প্রীতি মাখা স্নিগ্ধ বিকেল
দগ্ধ ক্ষোভ,পোড়া রোদের গন্ধ
একাই বয়ে বেড়ায় ফেরারি বিহঙ্গ।

কাঁকড়ার খোসার মত শুন্য নীড়
সাথীহারা আশাহত শোকের ভীড়
জানা গেল চেনা হলো সব প্রেমির
বারবার আঘাত হানে বিষমাখা তীর।

নীল আকাশে মেঘের ভেলায়
পাল তুলে উড়ে চলে চিল
ডুরি কাটা ঘুড়ির মতো ভেসে বেড়ায়
ফেরারি বিহঙ্গ খুঁজে ফিরে স্নেহশীল

যখন যারে করেছে আপন
সেই দিয়েছে নিঠুর কাঁপন
ভাঙ্গনের সুর মাতাল ঢেউ তুলে
ক্ষরস্রোতা নদী যেমন আঘাত হানে কুলে

ঝিনুক থেকে যেমনি মুক্তা খসায় লোকে
স্বজনেরা তার বিক্ষত চিহ্ন এঁকেছে বুকে
ফেরারি বিহঙ্গের রংচটা ধুসর দিন
কাটে না গো, সে যে এখন পরাধীন।


ফেরারি বিহঙ্গ 1

এম.হুমায়ুন কবির, জন্ম ৩০জুন ১৯৮২ নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম থানার খিদিরপুর গ্রামে। পড়াশোনা এস.এস.সি নিশ্চিতপুর উচ্চ বিদ্যালয়, স্নাতক বড়াইগ্রাম ডিগ্রী কলেজ,স্নাতকোত্তর এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা।
বর্তমান নিবাস হবিগঞ্জ সদর। একটি ঔষধ কোম্পানীর কর্মকর্তা। প্রিয় শখ কবিতা পড়া এবং লেখার প্রয়াস ।

মতামত দিনঃ